বৃষ্টি ঝরে
সুভাষচন্দ্র ঘোষ
তাং - 13/07/2023
বৃষ্টি ঝরে ঝির্ ঝির্ ঝির্
ঘোলাটে মেঘ আকাশে স্থির
ঝিলিক হানে
গগন পানে
আকাশ জুড়ে মেঘের ভিড়।
মাঝে মাঝেই দম্ কা হাওয়া
ছাতা মাথায় বাইরে যাওয়া
তীরের মত
বিঁধছে যত
বৃষ্টির ছাঁটে ভিজে নাওয়া ।
চাষীর ঘরে লেগেছে ধুম
তাদের চোখে নাইকো ঘুম
করবে চাষ
কি উচ্ছ্বাস!
বাজ পড়ছে গুরুম্ গুম্।
কচু পাতায় টাপুর্ টুপুর
ঝম্ ঝমা ঝম্ বাজে নূপুর
টিনের চালে
গাছের ডালে
বৃষ্টি ঝরে সকাল- দুপুর।
সাঁঝের বেলায় অন্ধকারে
ডাকছে ব্যাঙ জলার ধারে
ঝিঁঝিঁ পোকা
যায়না দেখা
শোল- মাগুর লাফায় পাড়ে।
বৃষ্টি পড়ে দীঘির জলে
গাছ ভরেছে কদম ফুলে
থরে থরে
গন্ধ ভরে
আঁধার ঘনায় ফলসা তলে।
ছোটরা সব ঘুমে কাদা
ভিজে গেছে খড়ের গাদা
মহিষ গরু
জাবর শুরু
গল্প শোনায় বুড়ো দাদা ।
No comments:
Post a Comment