Thursday, July 20, 2023

আজও তুমি বেঁচে আছো ! -- মাজহারুল ইসলাম

আজও তুমি বেঁচে আছো ! 
মাজহারুল ইসলাম 
১৪/০৭/২০২৩
কখনও কখনও ভোরের আলোয়
তোমার মুখাবয়ব দেখলে মনে হয়
অপ্রত্যাশিত সকাল তোমার চোখে জ্বালা ধরিয়েছে । 
বেঁচে  থাকতে থাকতে বড্ড পেরেশান তুমি ! 

নিজের অজান্তে রাতে কখন 
নিজেকে সঁপেছ নিদ্রাদেবীর হাতে , 
সকাল -দুপুর- রাত এ কেমন 
একঘেয়েমী যন্ত্রণা তাড়া করে ফেরে সারাক্ষণ । 

অঘুমের রাতে শব্দেরা আর
হয়তো খেলাই করে না তোমার সিথানে, 
প্রশস্থ বিছানায় হাত বাড়ালে নতুন কোনো শিহরণ আচমকা ছুঁয়ে যায় না আগের মতো । 

তুমি হয়তো বেঁচেই  আছো শুধু ! 
না শুনতে পাও নদীর কূল কূল ধ্বনি 
না তোমাকে গান শোনায় বর্ষার রিমঝিম বৃষ্টি । 
শীতের পাতা ঝরা সকাল
শুধুই কানে বাজে তোমার কারণে অকারণে । 

রহস্য উপন্যাসের পাতায় পাতায় 
উড়ে বেড়ায় অসংখ্য অসমাপ্ত গল্প, 
বাস্তবতার স্তম্ভে বাঁধা শক্ত দড়ি বড্ড নড়বড়ে   ;
সময়ে সমীকরণে কালক্ষেপণ হয়েছে অনেকটা 
আজও তুমি বেঁচে আছো  ! 

No comments: