Saturday, June 24, 2023

মিলিয়ে নিও -- নিবারণ চন্দ্র দাস

মিলিয়ে নিও   
নিবারণ চন্দ্র দাস
২২/০৬/২০২৩
মানুষ আবার মানুষ হবেই মিলিয়ে নিও,
বাঁচবে আবার ধরিত্রী মা,মিঠে হাতের পরশ দিও।
রমনীয় পরিবেশটা ফিরবে আবার আপন রূপে,
জ্বলবেনা আর ভীষন আগুন জরাজীর্ণ ধ্বংসস্তুপে।

দূষণমুক্ত এই পৃথিবী হাসবে আবার নবরূপে,
হাসবে সবাই খিলখিলিয়ে নতুন ভাবে নব সুখে।
বন জঙ্গল উঠবে ভরে নতুন ভোরে লতায় পাতায়,
লিখবে আবার সৃষ্টি খাতা এই ধরণীর শূন্য পাতায়।

জল জঙ্গল পাহাড় নদী সবুজ ভরা চাষের মাঠে,
আসবে সুদিন কাটবেগো দিন নষ্টবৃত্তি উঠবে লাটে।
সুখ শান্তি আনন্দ গান উঠবে বেজে নবীন রূপে,
নষ্ট মনন,আবর্জনা বিসর্জিত হবেই হবে অন্ধকূপে।

আশায় চাষার ভরসা মনে,আসবে ফিরে নব জোয়ার,
খুলে যাবেই মানব মনের শুভ মুক্তির বন্ধ এ দ্বার।
উত্তরণের গান গেয়ে আজ ফিরে দাঁড়া মানব জীবন,
নষ্ট মনের মরা গাঙে আবার হবেই সুরের সঞ্জীবন।

এই ধরণী শীতল হবেই,উঠবে হেসে সপ্তমে চাঁদ,
জীবন আবার উজ্জীবিত,আর কখনো নয় বরবাদ।
তোমার আমার স্বচ্ছ মনন গড়তে হবে নবোদ্যমে,
ধরিত্রী মা শান্ত হবেই মিলিয়ে নিও,ক্রমে ক্রমে।
                              

No comments: