Saturday, June 24, 2023

আষাঢ়ে ক্ষেত-খামার -- হরষিত মজুমদার

 আষাঢ়ে ক্ষেত-খামার
 হরষিত মজুমদার।
 ২২.০৬.২০২৩
এখনো আসেনি বর্ষা    শুখা মাঠ ঘাট,
সবুজ ঘাসের পর         গরু,ছাগ চরে,  
রাখালের দেখা নাই     মাছ নাহি ধরে,
আমন বীজতলায়        ভরে নাই মাঠ।
মাঝে মাঝে উঁচু ক্ষেত কাটে ওরা পাট,
সাদা সাদা বকপাখি খায় পোকা লড়ে, 
শ্রাবণ বারিধারায়         ধান চাষ করে,
ভুট্টার চয়ন কাজ       নিয়ে যাবে হাট।

বর্ষার প্রাক্কালে ট্রেনে   করি যাতায়াত,
হাওড়া কর্ডলাইনে          বর্ধমানে যাই,
দুদিকে ধানের জমি      একটু বিশ্রামে,
বর্ধমান ধান্য গোলা     ধানে বাজিমাত,  
আঃ কী উষ্ণ গরম!     ঘাম ঝরে তাই!
খরিফে উৎপন্ন ধান  খায় যে আরামে।

 

No comments: