গোধূলি লগণ।
নিতাই শর্মা
২৩/০৬/২০২৩
সূর্য অস্ত যায়নি রয়েছে পশ্চিম দিগন্তে,
রাখাল বালক ঘরে ফেরে গরু নিয়ে দিনান্তে।
ধূলো উড়ে গরুর পায়ের খুরের আঘাতে,
ক্লান্ত রাখাল বালক পিছনে চলে লাঠি হাতে।
ডুবেনি সূর্য রয়েছে রক্তিম বরণে,
মৃদু আলোক রশ্মি পড়ে বৃক্ষ পত্র পানে।
ক্লান্ত বকের দল উড়ে চলে পূর্বাকাশে ,
এখনই ফিরবে তারা আপন আবাসে।
শিশু গন মাঠে রয়েছে খেলা সাঙ্গ করে,
কিয়ৎক্ষণ পড়েই তারা ফিরবে নিজ ঘরে।
বনের পশুপাখিগন ফেরে গহণ বনে,
ভোরের আলোয় ঘুরে আহারের সন্ধানে।
অস্তগামী সূর্যরশ্মি পড়ে ধূলোর পরে,
এক অপরূপ বর্নচ্ছটায় ধূলো উড়ে।
লেখক কবি সাহিত্যিক কাব্যিকগনে,
নামাঙ্কিত করেন সমকালে গোধূলি লগনে।
হিন্দু পঞ্জিকা মতে তিথিহীন শুভ ক্ষণ,
লগ্নহীন সমকালে হয় বিবাহ লগন।
বিকালের পরে সন্ধ্যার হয় আগমন,
সন্ধ্যার ক্ষিয়ৎকাল পূর্বেই হয় বিবাহ বন্ধন।
No comments:
Post a Comment