তোমায় দেখেছি
রেজাউল করিম বিশ্বাস
২৭...০৬...২০২৩
তোমাকে দেখেছি কালো মেঘের আড়ালে
দেখেছি কুচকানো চুল হাওয়ায় দোলানো
দেখেছি উদাস নয়নে রিম ঝিম ঝিম বৃষ্টির মাঝে।
শ্রাবনের ইলশে গুড়ির পর রামধনু রঙের
আকাশে ছুটন্ত সফেদ মেঘ স্বপ্ন মাখা ক্ষণে
জলঙ্গীর জলে পানকৌড়ির সাথে ডুব সাঁতারে ।
দেখেছি গ্রামে ধুলো মাখা রাস্তায় আলুথালু বেশে
দূরে আরো দূরে আকাশে দৃষ্টি নিক্ষেপে
চিল শকুনের ডানায় আবদ্ধ থেকেছো তুমি।
দেখেছি শারদ প্রাতে হিমেলে বাতাসে নির্জনে
চা-রঙের শাড়িতে সাজি হাতে শিউলি তলে
চলেছ মন্থর গতিতে দূর্বা ঘাস মাড়িয়ে অজানায়।
দেখেছি তোমার চোখে অনন্ত ভালোবাসা
দেখেছি আনমনে সাত সাগরের উত্তাল ঢেউ
দেখেছি বৃক্ষ ছায়ার সবুজ মাঠে হারিয়ে যেতে।
No comments:
Post a Comment