Monday, June 26, 2023

হারানো সকাল -- সঞ্জিত মন্ডল

 
হারানো সকাল
সঞ্জিত মণ্ডল
২৪/০৬/২০২৩
সঞ্জিতের কবিতা !! "হারানো সকাল"!!
ছাতিম গাছের ছাতার তলায় বসে
দেখি, বৃষ্টি ভেজা মানুষ যাচ্ছে ওই
ভেজা কাকের গল্পটা চোখে ভাসে
হারিয়ে যাওয়া সকাল বেলাটা কই?

নিশির ডাকে ঘুমটা ভাঙলো যেই
ফুস্কুড়ি গুলো চকমকি হয়ে জ্বলে
ঝড়ের মাতন কৃষ্ণচূড়ার ডালে
হুড়মুড়িয়ে বৃষ্টি নামলো  কই? 

খেঁজুর গাছের মাথায় বন্ধু ভাই
রস চুরিতে ছিল না কেউ জুড়ি
রসের হাঁড়ি নামিয়ে নিতে তাই
বন্ধুরা সব লাঙ্গল তুলে ধরি।

সে সব কথা ভাবলে এখন মনে
লুকোচুরি সেদিনের সেই বনে
লজ্জা পাবে না জানি কয় জনে
মনের কথা হারিয়ে দিলাম মনে।

পুকুর পাড়ে কয়েৎ বেলের গাছে
হুটোপাটি খেলতে গিয়ে নীচে
আছাড় খেয়েও ছুটে পালাই নেচে
ডাব পাড়তে হবে সে কোন গাছে।

অনেক কথা বলার ছিল কত
ভাবনা গুলো হোঁচট খেল যত
এখন সেদিন ভাবলে কেমন লাগে
ছোট্ট বেলার স্বপ্ন ছিল কত।

এখন তো আর সেসব স্বপ্ন নাই
অবাক হয়ে ভাবি এখন তাই
ভোরটা কখন বিকেল হয়ে গেল
হাত বাড়িয়ে খুঁজে বেড়াই তাই।

বিকেলও কখন গড়িয়ে গেল রাতে
রাতচরা পাখি ডানা ঝাপ্টিয়ে ডাকে
কিসের ঘোরে দিকবিদিকে চাই
সকালটা আর সকাল বেলায় নাই।।

No comments: