Thursday, June 29, 2023

প্রকৃত ভালোবাসা -- মোফতাহিদা খানম রাখী

 প্রকৃত ভালোবাসা 
মোফতাহিদা খানম রাখী 
২৬/০৬/২৩
চোখের দেখায় ভালো লাগা
            ভালোবাসায় নেয় যে রূপ
আগে পিছে যায়না ভাবা
            ভাবনা যে হয় নিশ্চুপ। 

ভালোবাসার রঙিন চাদর
           গায়ে জড়ানো অনুভুতি
ভালো মন্দ বিচার ক্ষমতা
           মন থেকে নেয় যে ছুটি।

আবেগ তখন টগবগিয়ে
            বাস্তবতাকে চুপসে দেয় 
ভালোলাগার রঙিন ফানুস
             মহাশূন্যে উড়তে চায়।  

সঠিক বেঠিক দেয় গুলিয়ে 
             ভালোবাসার প্রজাপতি 
ভেদাভেদ জ্ঞান যায় মিলিয়ে 
             সম্ভব অসম্ভব  সব মতি গতি। 

বাস্তবতা সদাই নিরেট অতি
            মোছা যায়না জীবন থেকে 
সময় হলে ই বুঝিয়ে দেয়
           ভুল ঠিকের অস্থিত্বকে।

সঠিক ভালোবাসা হয়না বিলিন
           বাস্তবতার চাবুকের আঘাতে
আজীবন তা লালিত হয়
           অন্তরের গহিন অনুভুতিতে।

তাইতো বলি ভালোবাস 
           সঠিক বেঠিক বিচার করে
ভুল করে পাকে পড়লে
           পস্তাতে হবে জীবন ভরে।

No comments: