Friday, May 5, 2023

বন্ধন মুক্তি -- রানু বর্মন

-বন্ধন মুক্তি 
-রাণু বর্মণ
-৪/০৫/২৩
 তুমি কি কেবল হারিয়ে যাওয়া ছবি? 
      হঠাৎ করে কেন আসো
        প্রভাত আলোয় রবি।
 মনের নীড়ে কেন করো ভীড়
          গ্ৰহ তারার মাঝে ,
        নওতো তুমি চিরসত্য
           হৃদয় বিনা বাজে।

 চঞ্চলতায় অস্থির তুমি 
     পথিকের  নাও সঙ্গ—
কেন তুমি আসো দ্বিধা দ্বন্দ্বে
      করো মৌনতা ভঙ্গ।

 বৈশাখের ওই আভরণ খুলে
     ধুলোমাখা পথে ধাও,
 জ্যৈষ্ঠের জলে মিলেমিশে কত
         সঙ্গিনীকে পাও।
  
 আমার চলার পথে তুমি
     বাড়াও কেন হাত ,
জীবনের মূলে বাঁসা বেঁধে 
     কাটাও  নগ্ন রাত!
 মুদিত চোক্ষে নিখিল বক্ষে 
   তপস্বী গৈরিকে বেশে,
সহস্র ধারায় ছুটে চলো 
   জীবনের বেলা শেষে।

  তৃণমাখা ঐ ধুলি পথে 
আমি সবার আড়ালে থাকি 
  অন্তর গুহায় অন্তঃপুরে
    যন্ত্রণার শেল ঢাকি ।

চলে যাও তুমি পথ হতে সরে 
    অজানা দেশের তীরে ,
শূন্যতা ভরা নৌকাখানি
     এগিয়ে যাবে ধীরে ।
কিছুটা পথ থামবে চলবে 
   আবার এগিয়ে যাবে 
স্মৃতি অলক্ষ্যে হারিয়ে যাবে 
    বন্ধন মুক্তি পাবে।।

No comments: