Friday, May 5, 2023

মহান মে দিবস -- গৌতম পাল

 মহান মে দিবস
 গৌতম পাল
 ০৩/০৫/২০২৩
আঠারশো ছিয়াশি ,আমেরিকার শিকাগো শহর,
হে মার্কেটের শ্রমিকদের অবস্থান-বিক্ষোভ,
পুলিশ আর শ্রমিকের খণ্ডযুদ্ধে রক্তাক্ত হে মার্কেট,
মুহূর্তে ঝরে যায় অনেক তাজা প্রাণ!
আট ঘন্টা কাজের দাবিতে শ্রমিকদের অবস্থানে
সশস্ত্র পুলিশ মালিক শ্রেণীর প্ররোচনায়
নিরস্ত্র শ্রমিকদের উপর চালায় নির্বিচারে গুলি,
শহীদের রক্তে লাল শিকাগোর হে মার্কেট,
অকাতরে হয় কত নিরীহ প্রাণের বলি!
দুনিয়ার জনগণ নৃশংস ঘটনার করে তীব্র প্রতিবাদ,
বিশ্বজুড়ে এই ঘটনার শুরু হয় ধিক্কার!
দুনিয়া জুড়ে আন্দোলন হয় তীব্র থেকে তীব্রতর,
আট ঘণ্টা কাজের চায় নিশ্চিত অধিকার। 

আন্তর্জাতিক কংগ্রেসের প্রথম সম্মেলনে
শিকাগো গণহত্যার প্রতিবাদে
দুনিয়া জুড়ে বিক্ষোভ আন্দোলনের ওঠে প্রস্তাব, 
আন্তর্জাতিক কংগ্রেসের দ্বিতীয় সম্মেলন
বিক্ষোভ আন্দোলন পালনের করে সম্মতি দান।
এরমধ্যেই আঠারশো চুরানব্বইয়ে ঘটে
দুর্ভাগ্যজনক মে দিবসের দাঙ্গা,
সারা পৃথিবী একেবারে বাকরুদ্ধ হয়ে যায়!
উনিশশো চার সালে নেদারল্যান্ডের আমস্টার্ডামে
গৃহীত হয় এক ঐতিহাসিক বার্তা,
প্রতিটি বছর ১লা মে তারিখ সারা দুনিয়া ব্যাপী
পালন করা হবে আটঘন্টা কাজের দাবিতে
বিক্ষোভ সমাবেশ এবং শোভাযাত্রা।

শুরু হয় ১লা মে আন্তর্জাতিক শ্রম দিবস পালন,
দেশে দেশে ঐতিহাসিক মে দিবস উদযাপন,
বিশ্বে শ্রমজীবী মানুষদের অধিকার হয় সুপ্রতিষ্ঠিত,
আট ঘণ্টা কাজের দাবি বিশ্ব হয়ে স্বীকৃত!
আজ গোটা বিশ্ব গর্বের সাথে পালিত হয় মে দিবস,
গর্বের সাথে দেই স্লোগান, মে দিবস জিন্দাবাদ!
বিভিন্ন দেশ সরকারিভাবে দিনটিকে উদযাপন করে,
শ্রমিকদের জানাই কুর্নিশ, জানাই সেলাম!
বিশ্বের আশিটি দেশেই ১লা মে এক জাতীয় দিবস,
ঐতিহাসিক মহান মে দিবস আমাদের গর্ব,
এই সুন্দর পৃথিবীটা শ্রমজীবী মানুষের নিঃস্বার্থ দান,
কখনো ভুলন্ঠিত হয় না যেন তাদের সম্মান,
তাদের অধিকার যেন কোনোদিন না হয় খর্ব।
তারাই যে আমাদের সকলের অহংকার এবং গর্ব!
**********************************************

No comments: