মেঘের বাড়ি
প্রদীপ কুমার বর
১০/০৫/২০২৩
রবির চরণে জানিয়ে প্রণতি
উত্তপ্ত মন-মেঘ ডানা মেলে উড়ে যায়,
যেথায় রাশি রাশি শুভ্র পাখা
উন্মুক্ত ছন্দে প্রেমের রসায়নে মত্ত।
পূর্বাশায় দেখা স্বপ্নের সন্দেশ আজ দিয়েছে
ঘর বাঁধার হাতছানি। হৃদয়ের বাণী--
না শোনে কারণ,ধর্মের বারণ,স্মরণীয় অণুক্ষণ
ব্যথিত বেদন ভোলাতে ভীষণ সচেষ্ট।
কমল-আঁখির শাখা পল্লব মৃদু মলয়ে
ঈশারা হানে দখিন দুয়ার পানে
আনে অবিরাম সচকিত অভিরাম
পুলকে পুলকে পুলকিত শিহরণ।
মধু মক্ষিকা প্রতীক্ষার প্রহর শেষে হেসে
হেসে বলে যায় কথা- অযথা বিলম্ব সহে না।
সাক্ষী সাবুদ কোটি অর্বুদ তালে তালে
ওঠে জ্বলে,দূর নীলিমার প্রান্ত রেখায় দেখায়
রঙের ঝিলিক।চিত্ত মাধুরী অধরা মুর্তি
প্রত্যাখ্যান করে গড়ে তোলে ভুবন মোহিনী
মায়া-বাতায়ন। পূর্ণ নিয়ন্ত্রণে মনোনিকেতন।
একান্তে কিছু কথা,কিছু অব্যক্ত অনুভূতির
আর্ত পিপাসা মেটায় দু'তরফে মিলনের অভীপ্সা।
জন্ম নেয় শীতল বরফের ছোট্ট ছোট্ট টুকরো,
ছল চাতুরী ,ভেঙেছে আড়ি, গড়লো বাড়ি
রূপ মহলের ফুলবনে। পাঁচ জনে পাঁচ কথা
যে বলেনি তা হবার নয়।ভয়ের আবহে
তবু নক্ষত্রের তেজোদীপ্ত বাক্যবাণ--
সম্মুখ সমরে প্রতিভাত নয়।
রাগ-অনুরাগ আনন্দ বেদনার মাঝে
আশার জোনাকি নবরূপে সজ্জিত হয়
শরতের শুভ সন্ধ্যায়।নব যৌবন যেন--
অপত্যের কামনায় বৃষ্টি ঝরায় প্রকৃতির
সবুজ পটে।রটনায় আপত্তি রয় না কদাচ,
ভূমিজ বার্তা সংস্থা রসিয়ে কষিয়ে
রূপ দেন অন্য এক জিলিপির প্যাঁচ।
তবু মেঘ জমে,তবু বৃষ্টি ভেজায়,তবু
আশার প্রদীপ জ্বালায় প্রদীপের প্রদীপে।
No comments:
Post a Comment