Wednesday, May 10, 2023

এই জনমেই চাই -- কনক লতা মন্ডল

 এই জনমেই চাই 
 কনক লতা মন্ডল 
 ০৯/০৫/২০২৩ খ্রিঃ
তোমার বয়স যখন আশি ছুঁই ছুঁই এসো আবার আমার কাছে,
প্রেমের পানসী সাজিয়ে তোমায় নিয়ে ভেসে যাবো প্রেমের জোয়ারে। 
তোমার আর কোন পিছুটান থাকবে না,
থাকবে না কোন জাত পাতের বালাই ------ 
কেউ বাধা দেওয়ার মতো দুনিয়ায় থাকবে না তোমার, 
কেউ বলবে তোমাকে যাস নে তার কাছে, তাহার কাছে! 
বয়সের ভারে ন্যুব্জ দেহ মাটির ঘ্রাণ নিতে চায়, 
অনুভূতির আবডালে ভালোবাসার শতরঞ্জি পেতে আলো জ্বেলে পথ দেখায়।
চামড়ার ভাজে ভাজে অভিনবত্ব প্রেমের পশমি
রেখে হাত বাড়াও তোমার, 
মৃত্যু আগ পর্যন্ত তোমার আমার বসবাস। 
হয়তো সহবাস নাইবা হলো, 
কুচকানো বুকের মাঝে মাথা গুজে কাটিয়ে দেব বাকি জীবনটা।
মরিবার আগে পাবো তোমায় আপন করে, 
পর জনমে নয় এই জনমেই এসো তুমি আমার কাছে। 
বাকীর খাতায় শূন্য পড়ে রয়,
প্রেমটা হবে মাখো-মাখো। 
গভীরতা পরিমাপের জুয়াচুরি মিথ্যা মায়ায় জড়িয়ে নয়,
প্রেম হবে সত্যি আশি বছরের গিরিখাত প্রথম যৌবনের বানের জলের মতো। 
শুধু সীমাহীন অভিপ্রায়, 
জীবনের শুরুতে নাই বা তোমায় পেলাম 
ভরা বর্ষায় যৌবন টলমলে স্বপ্ন পিয়াস। 
হবো মোরা হংস-মিথুন হাজার বছর পাড়ি দেবো প্রেম সাগর, 
উথাল পাথাল ঢেউ তোলে পাড় ভেঙে চলে যায় ------ 
আমিও, আমিও পেরেছি অজস্র মনের বারান্দায় সোনা রোদ্দুর ধরতে।
মনে মনে শুধু ভেবেছি তোমার অবয়ব, চলন-বলন 
রঙিলা বাও লাগুক প্রাণে ঢেউ খেলে যায় হৃদয় দ্বারে।
মন- মন্দিরে আলোর নাচন নিত্য পুরাণ চলে, 
জাতি ধর্ম বাদ সেধেছে বারংবার। 
এখন শুধু প্রেম আর প্রেম, 
প্রেমের মাতম সর্বঅঙ্গে কাছে পাবার আকাঙ্খা 
হরষিত হৃদয়। 
তোমার হাতে রেখে হাত দুজনের বৃদ্ধ বয়সে ঋদ্ধ হবো,
বেধে দেবো চিরুনী আল দিয়ে তোমার মাথার সাদা পাকা চুল। 
খুনসুটিতে কেটে যাবে রোমান্টিক সময় পার,
ভাজ পড়া কপালে চুম্বন একে ঘুম পড়াবো। 
তবুও তুমি হাতটা বাড়াও ধরে রাখি বুকের গভীরে।
জমবে প্রেম আমৃত্যু বসবাস,
আমার হবে বাঁচার ইচ্ছে, হবে সর্বনাশ

No comments: