Monday, May 1, 2023

সত্য মরে না , মারা হয় -- দিলীপ ঘোষ

 সত্য মরে না, মারা হয়

দিলীপ ঘোষ

২৯/০৩/২৩



শব্দহীন শব্দের সরব ধ্বনি লিখে

কলম দিয়ে ছুরির আঘাত

ফিনিক দিয়ে বের হচ্ছে রক্ত

সবুজ পাতা ঝরে পড়ছে

কত আশা ভরসা বিপন্ন বিষন্ন উপত্যকা।


অন্ধকার গলিপথে ন্যাড়া মাথায়

ন্যায়, বুক দিয়ে হেঁটে যায়

নিঃস্ব হয় কলমের খোঁচায়

কারা যেন নর্দমায় ফেলে দেয়

সভ্যতার বিভৎস রূপ স্পষ্ট হয়।


পরিস্কার পোষাক প'রে

খুন করে

খুনি পর্দার আড়ালে, থেকে যায়

খুন হয়, - সত্য, ন্যায়।

সত্যসন্ধানীরা মাশুল দেয়।

No comments: