Monday, May 1, 2023

দৃষ্টিকোন -- অনন্ত মণ্ডল

 দৃষ্টিকোন 

অনন্ত মণ্ডল

৩০/০৪/২০২৩



কোনো এক পড়ন্ত বিকেলে দেখা হয়েছিল --

সূর্যের রক্তিম আভা নদীর জলে ব্যস্ত আলিঙ্গনে।

দিকভ্রান্ত পথিকের মতো অজানা গন্তব্যে পাড়ি,

শূন্যপানে চেয়ে থাকা মোহনীয় অপলক দৃষ্টি,

এক রঙিন আবেশে ভরে তুলেছিল তনু-মন ।

শুষ্ক মরুতটে যেন সহস্র বারিধারার চুম্বন!

প্রতিক্ষণে শিহরণে কেঁপে উঠেছিল পিঞ্জর,

প্রকৃতি ও স্তব্ধ হয়েছিল তোমার আলিঙ্গনে।

শূন্য থেকে দৃষ্টিবাণ ফিরে এসে বিঁধেছিল হিয়া,

তুমি নির্বিকার!সে অদ্ভুত দৃশ্যে প্রকৃতির উচ্ছ্বাস

বিমোহিত করেছিল আমার জীবনের সকল পূর্ণতা।

সবুজাভ প্রজ্জ্বলিত জ্যোতি তব আলিঙ্গনে বিদ্ধ

ভাদ্রের রোদে পোড়া বুকে হঠাৎ কালবৈশাখী ঝড়!

তুমি হারিয়ে গেলে! সকল আনন্দের হল অবসান।

চলমান শব্দেরা একদিন ভাষা হারায় বহমান স্রোতে--

কান্না হয়ে অবিরাম মনের মধ্যে করে খুনসুটি ।

তোমার উচ্চারিত সুমধুর বানী নদীর চরে ঘুমায় !

অমানিশায় উজ্জ্বল দ্যুতি ছড়ানো জোনাকিরা

ঢাকতে পারে কী কভু চাঁদের মিষ্টি জোছনা ?

No comments: