Thursday, April 27, 2023

মৌন অভিমান -- স্বপন গায়েন

  মৌন অভিমান
  স্বপন গায়েন
  ২৬/০৪/২০২৩
*********************
মরা জ্যোৎস্নায় শুয়ে আছে অতীত
পাথরের বুক থেকে বেরিয়ে আসছে অনাগত বটের চারা
যত্নহীন শৈশবের আকুতি -
ঋতু পরিবর্তন হয়, জীবনের রঙ পাল্টায় না।

তপ্ত রোদ্দুরে পুড়ে যায় সম্পর্কের রঙ
ভালোবাসার উপকূলে নৌকা দাঁড়িয়ে -
ছলাৎ ছলাৎ শব্দে ঘুম ভাঙছে ভগ্ন সমাজের।

ধনী গরীব যেন দুই পৃথিবী -
ভালোবেসেও ঘর বাঁধা হয় না
হৃদয়ের উপকূলে নৌকা ডুবি হয় বারবার
কেন সম্পর্কের মৌন অভিমানে দাঁড়িয়ে থাকে গরীব।

ধনীর মেয়েরা কেন ভালোবাসে গরীবের এক চিলতে কুঁড়ে ঘর  
আকাশের চাঁদ ধরার স্পর্ধায় জবাই হয় গরীব সন্তান
ধনীরা কখনও দেখতে পায় না তাদের নিজেদের মেয়ের দোষ।

তবুও ভালোবাসা হয় -
হৃদয়ের অন্দরে উঁকি মারে সোহাগের বর্ণমালা
তবুও ভালোবাসার দুয়ারে জ্যোৎস্নার সৌরভ সুগন্ধ ছড়ায়।

              *****

No comments: