Thursday, April 27, 2023

আকাশ অমন রাঙা কেন ? -- শক্তিপদ ঘোষ

    আকাশ অমন রাঙা কেন ?
   শক্তিপদ ঘোষ
   ২৫ , ০৪ , ২০২৩
কালিয়াগঞ্জের সেই স্কুল-যাওয়া মেয়েটা  
আমাদের এই মেকি নগ্ন সভ্যতার
অতিরিক্ত একটা জ্বলন্ত উদাহরণ হয়ে থাকল ।
নিরুপায়ভাবে মরে গিয়ে মেরে গেল 
একটা জাতিকে  ; সে' জাতি বাঙালি জাতি , 
সে' দেশ বাংলা দেশ , রবীন্দ্র নজরুলের দেশ , কবি জীবনানন্দের বড় আবেগের , বড় সোহাগের দেশ ।

আমরা কি সেই দেশে আছি ? তবে 
সেই শিশিরভেজা ঘাস এত অশ্রুতে , এত
রক্তে ভেজে কেন  ? এত স্বপ্ন-খুনের রক্তে
আকাশ অমন রাঙা কেন ? আমরা কি মৃত ,
না জীবিত ? গায়ে চিমটি কেটে বারবার
নিঃসংশয় হয়ে বুঝেছি শেষাবধি , আমরা
মরেও নেই , বেঁচেও নেই ; মরে মরে বেঁচে আছি ।

নিহত সেই কিশোরীর মত রক্তাক্ত যারা মুকুলেই ,
আমি সেই ওদের পায়ে হেঁটে, মাঠের 
আলপথ ভেঙে , অথবা সাইকেলে চড়ে নিত্য
স্কুলে আসা-যাওয়া দেখতে অভ্যস্ত  ।
স্কুলে প্রার্ধনা-সভার লাইনে দাঁড়িয়ে
একসাথে ওদের জাতীয়সঙ্গীত গাইতে দেখেছি ,
ক্লাসরুমের ভিতরে দেখেছি ওদের উপস্থিতির
আলোকসজ্জা , গলায় গলায় ভাব ,
পদে পদে খুনসুটি , ক্লাসরুমের বাইরে 
বাঁধভাঙা উচ্ছ্বাস , ছুটির পর উল্লাসের হল্লা ;
আমি এমনই সেই কিশোরীদের পায়ে পায়ে 
বাবা-মায়ের গড়িয়ে দেওয়া আহ্লাদী নূপুরের
ধ্বনি শুনেছি , পাড়ার সমবয়সীদের সঙ্গে
বৈকালে একজোটে খেলতে দেখেছি এবং
সেই ওদের দুষ্টু মুখের মিষ্টি হাসিটুকু দেখতেই 
আমি অভ্যস্ত ।

সেই তেমন একটা কিশোরীর নিষ্প্রাণ দেহকে
বাংলার পুলিশ যে আসুরিক ভঙ্গিতে
পিচঢালা রাস্তায় প্রকাশ্য দিবালোকে যেভাবে
টেনে নিয়ে গেছে , দূরদর্শনের পর্দায় তার বীভৎস নারকীয় দৃশ্য দেখে লজ্জায় , ঘৃণায় এবং
আত্মধিক্কারে অনেকবার মরেছি , প্রতিক্ষণ 
এমনই মরতে মরতে বেঁচে আছি ।
দ্রৌপদীর শেষটুকু বাঁচাতে , শুনেছি
আড়ালে থেকে অনিঃশেষ বস্ত্র জুগিয়েছিলেন
স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ  ; এ ক্ষেত্রে
তেমন একটা উদ্যোগের কিচ্ছুটি দেখিনি  ,
বাস্তবে তা'দেখি না কোত্থাও কখনও ।

অগ্নিযুগের ইতিহাসে দেখেছি , সেদিন
এই আমাদের মুখে মুখে ছিল শুকনো বারুদ ,
অন্যায় অবিচারের বিরুদ্ধে তৎক্ষণাৎ
খসখসিয়ে দপ করে জ্বলে উঠত ।
আজ স্বার্থের হীন মেঘে ভিজে সেই আমরা
ভিজে দেশলাই কাঠি ।
মেঘমন্দ্রকে তুচ্ছ করে সেই তেমন
গর্জে উঠছে না আমাদের কণ্ঠ  ;
প্রতিবাদে সঙ্ঘবদ্ধভাবে পথে নামছি না , পরিবর্তে 
দ্বিধাগ্রস্ত থেকে জলের গভীরতা মাপছি ,
আড়ালে হিসাব কষছি অনেক ।

অন্যদিকে , হাত পেতে ভিক্ষা নিয়ে আমরা 
আত্মজাদের এমন নির্মম পরিণতি নির্বাক সইছি ,
নিশ্চুপ দেখছি  আমাদের সন্তানদের ভবিষ্যৎ
ডুবে যাচ্ছে গভীর অন্ধকারে , ঘর ছেড়ে সব
আশ্রয় নিয়েছে পথে , শহরের পোড়া রাজপথে
হামাগুড়ি দিচ্ছে , অন্যের পাপের বোঝা বইছে
নিজেরা দণ্ড নিয়ে ; তথাকথিত বুদ্ধিজীবীরাও দেখছি , এমনই সব ভিজে দেশলাই কাঠি ।
------------------------------------------------------------------

No comments: