স্বপ্ন দেখার স্বপ্ন
বিশ্বরঞ্জন ভট্টাচার্য্য
২৭/০৪/২০২৩
নীরব রাতে অবচেতনে
নিষ্ফলা স্বপ্ন দেখেছি অনেক,
সারবত্তাহীন সেই স্বপ্নগুলো
দেখেছি কেবলমাত্র আমি একা একা;
সবগুলো মনেও নেই, থাকার কথাও নয়,
এতদিন এই স্বপ্নগুলো ছিল--
আমার অগ্রগতির একমাত্র বাধা।
এবার থেকে আর বেঘোরে স্বপ্ন দেখব না আমি,
মনের বাগানে নিয়ন্ত্রণ করব স্বপ্নের চাষ;
বাস্তবের চেনা গন্ডিতে-ই আঁকব স্বপ্নের নীলছবি...
দুঃস্বপ্নেও হতে চাই না কোনও নেতা, মন্ত্রী,
হতে চাই না স্বপ্নের ফেরিওয়ালা -যারা নিষ্ঠুর ভাবে
চুরি করে শৈশব, কৈশোরের স্বপ্ন-রঙিন দিনগুলো;
লটারিতে জিতে রাতারাতি হতে চাই না কোটিপতি,
টাকা দিয়েও কিনতে চাই না জীবন জীবিকা।
শুষ্ক বিবৃতি বক্তৃতা শুনতে বইবো না দলীয় পতাকা,
জাতীয় পতাকার উপর আনুগত্য রবে অটুট,
সত্য,ন্যায়,শ্রম,কলম,ও নীরব প্রতিবাদ হবে অস্ত্র,
সততার স্বচ্ছ তুলিতে রাঙাবো ভাগ্যের ক্যানভাস;
প্রাপ্যের অধিকার প্রতিষ্ঠার জন্য
প্রাপ্তি কে কখনোই করব না অস্বীকার ;
অতীতের কাছে শিক্ষা নিয়ে
বর্তমানের রুক্ষ জমিতে করব ভবিষ্যৎ রচনা।
বাস্তবের আতস কাঁচে চিনতে চেষ্টা করব
অসুস্থ পৃথিবী, অশান্ত পরিবেশ, দুস্থ আপনজন,
মায়া, প্রহেলিকা জড়িত মোহিনীর মোহে
হব না বিভ্রান্ত, সমালোচনার তীর্যক বৃশ্চিক দংশন
আসবে জেনেও পান করব না হতাশার বিষ;
ইতিবাচক বিচারবোধের অঙ্ক কষেই আবিষ্কার করব আধুনিক স্বপ্নের রোজনামচা,
স্বপ্ন দেখতে শেখাব আগামী প্রজন্মের শিশুকে,
স্বপ্ন দেখতে সাহায্য করব আজকের কিশোর কে,
ডেকে ডেকে দিতে চাই নতুন মন্ত্রণা,
উত্তিষ্ঠ! জাগ্রত!
বলতে বলতে সগর্বে করব ঘোষণা
বোধনের মন্ত্র,
আর ডেকে ডেকে বলব সবার কানে কানে ---
নিজেরা জেগে ওঠ,
মনের মধ্যে লালিত স্বপ্ন গুলো সাজিয়ে রাখো ,
অবচেতন মনে স্বপ্ন দেখে সময় নষ্ট না করে --
স্বপ্ন দেখার স্বপ্ন তৈরি কর,
সময় থাকতে সচেতন হও-!-- সামাজিক হও!
No comments:
Post a Comment