স্বপ্ন দেখি
সত্যব্রত মন্ডল
16-04-23
আমি স্বপ্ন দেখি --
স্বপ্ন দেখি আমি ।
দিনের আলোয় ও স্বপ্ন যে মিলিয়ে যায়
দেখতে দেয় না ।
দিনে যারা স্বপ্ন দেখে
ওরা যে রাতে দেখতে পায় না ।
রাতের স্বপ্নই দিনের আলোয় ভ'রে
কর্মে মর্মে ধর্মে প্রেমের পথে ।
সব স্বপ্ন স্বপ্ন নয় । যে স্বপ্ন আসে -
অগ্নিহোত্রীর জোত্যির্ময় আলো নির্মল হৃদয়ে ।
ও স্বপ্নের দেশে নিশিরাত জেগে
নিতে হয় চোখের জলে ।
স্বপ্ন লোকের স্বপ্ন গুলো বাসা বাঁধতে চায়
মর্ত জীবনের নন্দনলোকে
মানবের সুখ দুঃখের জীবন
পথের পার্থিব জীবন পাঁচালিতে ।
ও পাঁচালিতে আখর লিপির দিন রজনী
লিখে গো স্বপ্নের লিপির কারিগর ।
অলিখন লিপি মানস ব্রহ্ম চেতনার নিরাকারে
লিপির পাঠোদ্ধার করে স্বপ্ন প্রেমিক।
ওরাই স্বপ্ন প্রেমিক ওরাই মানব প্রেমিক
স্বপ্ন ময় স্বর্গের আনন্দধামের আনন্দ
ধরায় নিয়ে আসে ঘরে ঘরে --
,
No comments:
Post a Comment