Monday, April 17, 2023

ঘুরেফিরে সেই প্রত্যাবর্তন -- পরেশ চন্দ্র সরকার

 ঘুরেফিরে  সেই প্রত্যাবর্তন
পরেশ চন্দ্র সরকার
১৫_০৪_২০২৩
দেওয়ালেতে 'পিঠ' ঠেকে গেলে-ই
সাময়িকের স্থবিরতায় 'কিংকর্তব্যবিমূঢ়' আঁকে,
সাধারণই নির্ধারণ ক'রে সুযোগ পেলেই
আগামী পাঁচ-টি বছর 'সত্তা' যাবে 'কার' বাঁকে?

মানুষ শিখছে অনেক, পাচ্ছে না দাম
দেখেছে প্রতিশ্রুতির আড়ালেতে মুখোশের রঙ,
দেখেছে ডান দেখেছে বাম কিংবা রাম
দেখছে অতি বামেরও অনুপ্রেরণার সহস্র সঙ।

সাধারণের মনে স্পিন ধ'রেছে আজ
অফ অথবা লেগ, কিংবা গুগলি দুসরা ক্যারাম,
ঠেকে ঠেকে আঁকছে দায়ে ঠেকা সাজ
মস্তিষ্কে আবার কারোর 'নোটা' রোগের ব্যারাম।

মানুষ আর বিশ্বাস ক'রে না কাউকেই
পদ্ধতিতে এবার আনতে চায় আমূল পরিবর্তন,
কিন্তু কিভাবে তা সম্ভব হ'বে জানা নেই
তাই তো সাধারণের মস্তিষ্কেও হাঁটে প্রত্যাবর্তন।

******************************************

No comments: