Tuesday, April 18, 2023

ভুলো -- প্রোজ্জল

 ভুলো
 প্রোজ্জ্বল 
১৭/০৪/২৩
 আমরা খুব ভুলো।
করে  জমকালো 
পয়লা জানুয়ারি 
নিউ ইয়ার পালন করি।
আর, নিজেদের নতুন বছর,
কবে যে হয় তার খবর
ভুলে গেছি পরিপাটি।
স্মৃতিতে মা গঙ্গার পলিমাটি
জমেছে পাহাড় সমান।
 জিজ্ঞেস করলেই -
এসো হে বৈশাখ ধরে গান।
ঠোঁটে দিয়ে টান -

 দেঁতো হাসি হেসে বলি--
ভুললে কী বিলকুলই -
বাঙালির  বঙ্গাব্দ - পয়লা বৈশাখ?
 স্মৃতির পাতা গুলো আজ পুড়ে খাক।
 পয়লা বৈশাখ বুঝি বঙ্গীয় রীতি?
না গো না ! এটি হলো বাদশাহি নীতি।

নউরোজ প্রথার ই বঙ্গীয় রূপ,
বৈশাখ পয়লায় হতো ধুম খুব,
কর নেওয়ার  ছিল 
দিন সেই যুগে।
অভাবেতে ভুগে,
এই দিনে বঙ্গীয় প্রজা দিত,
বাদশাহি কর,
গুনে গুনে কর,
বুকের পাঁজরসম,
ট্যাঁকের  কড়িটি,
 পেয়াদার হাতে দিয়ে,
বাঁচাত ভিটেটি।

করের কড়ির এই 
হিসেবেটি রাখতে 
নউরোজি রীতিতে,
পয়লা বোশেখ হল
বছর  শুরুর দিন
নউরোজি রীতি  থেকে নিয়ে ঋণ,
বাংলায় শুরু  হলো বৈশাখী রেওয়াজ,
পপুলার করলেন রবি কবি রাজ।

বাংলার নিজের বছরের শুরু,
হয় তো ছিল অঘ্রানে,
কিন্তু সে কথা ভুলে গেছি কোনখানে।
নিজেরাই না জানি।
অগ্রহায়ন মানে- বছরের শুরু,
যদি এই কথাটুকু মানি,
তাহলেই পরিষ্কার,
নয় বৈশাখ আর,
অঘ্রানই ছিল বাঙালির নিউ ইয়ার।
তখন নতুন  ধান 
উঠত ঘরে,
বাঙালির বুক যেতো আশায় ভরে।
পরিবেশও  থাকত বড়ো মনোরম
উৎসবের জন্য যেরম,
দরকার 
একেবারে তাই
তাই মনে হয় ভাই,
নয় বৈশাখের একে
কিন্তু অঘ্রান থেকে
ছিল বাঙালির বছরের  শুরু,
কিন্তু  ভুলেছি সব,
ইতিহাস যেন শব,
নিশ্চল আছে পড়ে, কুঁচকে ভুরু।

No comments: