চৈত্র বেলায়
মনোজ দত্ত
তারিখ ০৬/০৪/২৩
ঘন মেঘে ফুলকি চিড়িক
চৈত্রের খর বিকাল বেলায়,
দখিনা মলয় চামর বুলায়।
অশ্বথ শুকনো পাতার হিড়িক
উড়ছে কেমন হাওয়ায় হাওয়ায়।
ধুলির ঝড়ে দিক বালিকা
ভ্রান্ত পথের পথিক হয়ে,
দিক হারিয়ে পাখায় বয়ে
ঘুরিছে ডেকে হারিয়ে দিশা,
অসীম শুন্যে উড়ে গিয়ে।
ভেড়ির পথে গাভীর সারি
চলছে তেড়ে ডেকে হেঁকে,
রাখাল বালক আকাশ দেখি
গাইছে বেতাল গানের সারি।
নদীর সীমা ছাড়িয়ে এলো
ঝিরিঝিরিয়ে হালকা বাদল,
তপ্ত মাঠে ভাসিয়ে দিল
শিশির নাওয়া জলের আঁচল।
সবুজ মাঠে হাত ছড়িয়ে
বরষা গানের পাল তুলেছি,
দমকা হাওয়ায় মেঘের রাশি
এলো ছুটে দখিনা হয়ে।
No comments:
Post a Comment