যাযাবর
রেজাউল করিম বিশ্বাস
০৫.০৪.২৩
শুনেছ তুমি গরিবের কান্না।দেখেছো অনাথ শিশু।
সব হারাবার ভয় নাই তার।
তারা যে সবার পিছু।
মশা মাছি বর্ষায় কেমন চলে
যমের সাথে লড়াই দু'বেলা
তারাও আমাদের দেশের সন্তান।
কেউ যায় আকাশ ছুঁয়ে বিদেশ বিভুঁই
বেলুন চোড়ে হাওয়ার দেশে
খোঁজ রাখেনি পদতলের দূর্বা ঘাসের।
কান পেতে শুনো আজ তোমাদের ও হবে অকালবোধন।
লাটিমের সুতোর মাথায় তোমরা
লাটিম যে তাদেরই হাতে।
পরিচয়হীনদের পরিচয় পাবে
দেখবে তোমাদের সর্বনাশ
তাঁরা আজ যাযাবর।
চোয়া,, হরিহর পাড়া,, মুর্শিদাবাদ।
No comments:
Post a Comment