নির্বাসন
সঞ্জীব চক্রবর্ত্তী
৪/৪/২০২৩
নির্বাসন দেবে আজ দেরি করা নয়
দেহে সৈনিকের সাজ দেখছ এখন
রণক্ষেত্রে মৃত্যু দেখা ভাঙ্গিনি তখন
চলো রাজি আছি আমি নেই মনে ভয়।
রক্তপাত দেখা চোখে যুদ্ধে এটা হয়
আর্তনাদ শুনি কানে ছুটছি যখন
গোলা ছুটে আসে ঘাড়ে ভাবিনি কখন
বীর থাকে নিজ কাজে দেখে যত ক্ষয়।
আমার রক্তে লেখনী শক্ত হাত ধরে
রাতদিন একাকার জন্ম নেয় ঘরে।
আবার আসব ফিরে তোমাদের হয়ে
সময় চলছে ঠিক চলো যেতে হবে
নদীর বাঁকে আছড়ে জল যায় বয়ে
শপথ নিলাম আমি কিছু চিহ্ন রবে।
No comments:
Post a Comment