"মুখোশের আঁড়ালে .."
কবি শ্রী সুজন
০৩/০৪/২০২৩
~~~~~~~~~~~~~~~~~~~~~
রাতজাগা দুটি চোখ ,
চোখের ভাষায় মুখোশের আঁড়ালে অন্য মুখ |
এই মুখের ভাঁজে আজ বৈপরীত্যের অসুখ,
বিপথগামিতার কংকালসার অবয়ব |
হাসির মাঝে হীরক রাজার অট্টহাস্যময় কলরব,
মুখের বলিরেখায় স্পষ্ট পিশাচসম সংশ্রব |
শয়তানি মস্তিষ্কে জিঘাংসার তান্ডব,
নৈতিকতা বিসর্জনে অনৈতিকতার চোরাবালিময় পরাভব |
অপমানবিদ্ধ সাগরে আজ চোয়ালচাপা বিক্ষোভ,
ক্রোধাগ্নির দহনে ভিসুভিয়াসের অগ্নুৎপাতী দেহসৌষ্ঠব |
নিজের প্রতি নিজেই ঘৃনার জ্বালাময়ী উৎসব,
কি ভেবেছিলি আর কি হলো হায় রে বিধি কি তোর বৈভব ?
সময়ের মানদন্ডে আজ তুই মহান হতে শয়তান পদবাচ্য দানব,
'বেলাশেষে' 'শেষের কবিতা'য় 'বিষের বাঁশি'র অসহায় সুরোৎসব |
বিষেশ্বরীর মধুভান্ডে বিষরসের জ্বলনোৎসব,
তবে আর বিলম্ব কিসের ? কিসের অপেক্ষায় তুই হে অভাগা মানব ?
এগিয়ে চল সীমাহীন নীলদিগন্তপানে পিছুটানহীন মুক্তির কলরব,
সেথায় রবে না আপন-পর বা উচচ-নীচ ভেদাভেদের গরব ;
রবে শুধু "শান্তি ওম,শান্তি ওম,হরি ওম, তৎ সৎ"চিরশান্তির মহোৎসব..|
*********************************
No comments:
Post a Comment