ঝড়ের তাণ্ডব
কবি দীপ্তি চৌধুরী ঘোষ
০২/০৪/২৩
নীল আকাশে মেঘের ভেলা
দমকা হাওয়া বইছে মেলা
আসবে বুঝি ঝড়,
নৌকা বাঁধা নদীর ঘাটে
সূর্যি মামা যাচ্ছে পাটে
লাগছে ভীষণ ডর |
ও মাঝি রে দেখ না চেয়ে
কালবৈশাখী আসছে ধেয়ে
বাড়ি ফিরে চল,
সাঁঝের আঁধার ধরল ঘিরে
কেমন করে ফিরবে নীড়ে
বল রে মাঝির দল |
মুষলধারে বৃষ্টি পড়ে
টাপুর টুপুর শব্দ করে
টিনের চালের 'পর,
গাছের পাতা পড়ছে ঝরে
বৃষ্টির সাথে শীল যে পড়ে
মনে লাগছে ডর |
চৈত্র থেকে বৈশাখ মাসে
যখন-তখন ঝড় যে আসে
আকাশ ধরে সাজ,
ঝড়ের কূপে পড়ে গেলে
হাওয়ার গতি নেবে ঠেলে
কখন পড়বে বাজ |
No comments:
Post a Comment