Tuesday, April 25, 2023

প্রেম  বিহনে পরম নহে
শান্তি পদ মাহান্তী
২৪/০৪/২০২৩
সৃষ্টি মাঝে স্রষ্টা আছেন
দ্রষ্টা ঠিকই বোঝে,
ভ্রষ্ট লোকে নষ্ট চোখে
কষ্ট করে খোঁজে।

ভন্ড তুমি চন্ড বড়ো
পন্ড করো পূজো,
অহংমত্ত দেখাও সত্ত্ব
সত্তারে না খুঁজো।

চিত্ত মজে বিত্ত নেশায়
নিত্য মরো লোভে,
যামিনী চায় কামিনী রে
কাম জাগে সম্ভোগে।

গুপ্ত আছে সুপ্ত চেতন
মুক্ত করো তারে,
শুদ্ধ মনে যুদ্ধ করো
রুদ্ধ চেতন দ্বারে।

প্রেম জমিলে পরম মিলে
না মজিলে শূন্য,
প্রেমে ধরম প্রেমই পরম
প্রেম ছাড়া নাই পূণ্য।

গোপীগনে যে গোপনে
শ্রী গোবিন্দ ভজে,
বিশ্ব জগত বিস্মরণে
ব‍্যাকুল হয়ে ব্রজে।

হৃদমাঝারে হৃষিকেশে
হন‍্যে হয়ে খোঁজো,
প্রেম বিহনে পরম নহে
মরমে তা বোঝো।

No comments: