Monday, April 24, 2023

নষ্টালজিয়া -- প্রহ্লাদ ভৌমিক

 নষ্টালজিয়া
 প্রহ্লাদ ভৌমিক 
 ২৩-০৪-২০২৩
কি করো তুমি একা একা একলা বাড়ি
নিজেকে নিজের কাছে রেখে ?
কিছু তো করো ?
খোঁড়াখুঁড়ি তো করতে পারো পাথর
কিংবা মাটি !

নিবিড় সংযমে স্বপ্ন নিয়েও তো থাকতে পারো,
বুকের মধ্যে নিপুণ আঁকতে পারো 
কেঁপে কেঁপে ওঠা না পাওয়া স্পর্শ,
অথবা কোনও শুশ্রূষা না পাওয়ার ক্ষত!

কী আশ্চর্য ভাবো তো,
আমাদের স্বপ্নের দুই প্রান্তে দু'জনের
দু'দুটি  মুখ নিরুদ্বেগ,রুক্ষ ও বিমর্ষ ,

তবুও দু'চোখ যেন কত স্বপ্ন প্রত্যাশী,
তবুও হু হু শব্দে ভরা বুক কি ভীষণ 
ভালোবাসার আহ্বান প্রত্যাশী !

জানোই তো ভালোবাসার যে কী 
ভয়ংকর অস্থিরতা,
সারা শরীরময়  সে যে কী এক অবিশ্বাস্য শিহরন,
আর তার কী এক অদ্ভুত স্পর্শ অনুভব!

অথচ একবার অন্তত ভাবো,
জীবনের নাম যদি হয় ভালোবাসা,
ভালোবাসার নাম নিশ্চিত সে কবিতা ।
এই কথারও কী ভীষণ মুগ্ধতা দেখো,
কী ভীষণ উত্তেজনা ও আশ্চর্য শিহরন, আজও !

No comments: