Saturday, April 22, 2023

ছেলেবেলা -- শ্যামল কুমার মিশ্র

 ছেলেবেলা
 শ্যামল কুমার মিশ্র
২১-০৪-২০২৩
সকালের নরম রোদ্দুর এসে পড়েছে খোকনের পড়ার টেবিলে
খবরের কাগজে মুখ গুঁজে খোকন যেন হারিয়ে যায় চোখের সামনে ভেসে ওঠে একটা মুখ
দড়ি দেওয়া প্যান্টটা টানতে টানতে ও খোকনের মুখোমুখি হয় 
--তুমি এমন করে কী দেখছ?
--তোমায় 
--আমায় তুমি চিনতে পারলে না? 
--না 
--আমি যে তুমি, তোমার শৈশব, তোমার ছেলেবেলা 
ওই তাকিয়ে দেখো ডাইনে সামন্তদের ঠাকুরবাড়ি 
বামে পায়ে চলে রাস্তা এঁকেবেঁকে চলে গেছে 
ওই পথে হেঁটে চলেছে একটা ছোট্ট ছেলে
চিনলে না ওরে? 
খোকনের দুচোখ হাসি ফুটে ওঠে 
ছেলেটি ও হাসছে 
দিনান্তে খিড়কির পুকুরের শাণ বাঁধানো ঘাটে বসে ছেলেটি
কত ছবি, কত প্রশ্ন,কত স্বপ্ন ওর চোখে 
কালো জলের গভীরে কী যক্ষ বাস করে? 
হাজারো প্রশ্ন উঁকি দেয়...

সন্ধ্যা নামে 
ছেলেটি হেঁটে চলেছে..মাঠ পেরিয়ে দূরে, বহুদূরে 
হঠাৎ যেন পথ হারিয়ে ফেলে ছেলেটি 
অভিমুন্যর চক্রব্যূহ যেন.. বেরোনোর পথ নেই
ডাইনে বাঁয়ে পাশে
চেনা জগৎ অচেনা মনে হয় 
ঘুম ভেঙ্গে যায় খোকনের  
খিড়কির পুকুর, জোনাক জ্বলা রাস্তা 
সবই যেন দেখতে পায় খোকন
কিন্তু সেই ছেলেটি? 
অনেক খুঁজেও পায় না খোকন
অন্তহীন যেন সেই খোঁজ...

No comments: