Friday, April 21, 2023

দাবদাহে জ্বলছে আগুন -- প্রদীপ কুমার মাইতি

 দাবদাহে জ্বলছে আগুন
 প্রদীপ কুমার মাইতি 
 ২০/০৪/২০২৩
তাপ দহে পুড়ছে মানুষ 
পশু-পাখি যত,
মায়ের কোলে ঘামছে শিশু 
কাঁদছে অবিরত।

দাবদাহে জ্বলছে আগুন 
ঘুম আসেনা রাতে, 
সবাই থাকে শীতল ভোরের 
আলোর অপেক্ষাতে।

তীব্র গরমে সবুজ শস্য 
করছে হাহাকার, 
ঘরের মধ্যে থেকেও মানুষ 
নেই কোন নিস্তার। 

আকাশ পানে ডাকছে চাতকী 
পায়না সাড়া তার 
একফোঁটা জল ঠোঁটের মাঝে 
চাইছে বারেবার, 

মাঠঘাট সব পুড়ছে রোদে 
শুকছে পুকুর ডোবা,
পরিবেশ দূষণে প্রকৃতি তাই 
হয়েছে আজ বোবা।

আকাশ ভরা আগুনে আজ
সব যেন বেসুর, 
তীব্র গরম বলো না তুমি 
বর্ষা কতদূর।

No comments: