Thursday, April 20, 2023

ব্যথার অতীত --সেখ লিয়াকত

.ব্যথার অতীত
.সেখ লিয়াকত
১৯,০৪,২৩
অতীত ব্যাথা স্মরণ হলে
অশ্রু আসে চোখে,
ঝরা পাতা ধূলায় পড়ে 
যেমন কাঁদে শোকে !

নতুন পাতা গাছের ডালে 
আনে নতুন আশা,
ভাঙা বাসা ছেড়ে পাখি
গড়ে  নতুন বাসা । 

কালের স্রোতে দিন চলে যায় 
স্মৃতিটুকু রেখে,
সামনে যেতে নতুন আশা 
নেয় যে সদা ডেকে । 

ভবের মাঠে আসা-যাওয়ার
নিত্য চলে খেলা,
কান্না-হাসি লুকোচুরির
মাঝে কাটে বেলা । 

অতীত ব্যথা পীড়া দিয়ে 
মনকে করে কালো,
সোনা রবি সেটা  মুছে 
আনে নতুন আলো ।

No comments: