Wednesday, April 19, 2023

চৈতি ফাগুন বৈশাখে -- নিবারণ চন্দ্র দাস

 চৈতি ফাগুন বৈশাখে   
নিবারণ চন্দ্র দাস
 ১৮/০৪/২০২৩
আসে ওই বৈশাখ মহা উল্লাসে,
সাথে কালবৈশাখী  পল্লবে ঘাসে।
পত্র পুষ্প শাখা দোদুল দোলায়,
সকল দহন জ্বালা নিমেষে ভোলায়।

তপ্ত দাহন শেষ চৈত্র বিদায়,
পুরাতন লাগি মন করে হায় হায়।
ছেড়ে যেতে হবে জানি পুরাতন যত,
সাথে নিতে হবে তবু স্বচ্ছ সমুন্নত।

পুরাতন স্মৃতি যত পুরাতন প্রেম,
রবে অন্তরে যেন নিকষিত হেম।
পুরাতন বেদনার অশ্রু বারিধারা,
সাথে লয়ে রয়ে যাব আমি দিশেহারা।

অগ্র গমণ সাথে থাক পিছুটান,
অতীতের লাগি সদা পেতে রব কান।
অতীতের সাথে মিলে ভবিষ্যৎ ভাব,
সমৃদ্ধ এ বর্তমান অনন্য স্বভাব।

বেদনার শতদল,আনন্দধারা,
করে দিক প্রাণ মন পূর্ণ ছন্নছাড়া।
আনন্দ অবগাহন,বিষাদ তিমির,
এই নিয়ে গড়া মোর পর্ণ কুটির।

ফাগুন চৈত্র কিবা হোক বৈশাখ,
থাক মাঙ্গলিক সুর,মঙ্গল শাঁখ।
চিরন্তন প্রবাহের অশ্রুত সঙ্গীত,
কারও হাসি কারও গান,কারও হার জিত?
                       :::-:::

No comments: