Saturday, April 15, 2023

বৈশাখ এলো -- কনক বিশ্বাস


বৈশাখ এলো
--------------     
কনক বিশ্বাস   
--------------------
 ১৪/০৪/২০২৩
      
বৈশাখ এলো বৈশাখ এলো-
পড়ল শোরগোল
ঢাক কুর কুর নাচছে ঢুলি
মুখে নানান বোল।
বটতলাতে পসরা নিয়ে
মেলা বসেছে
ছোট বড় সবাই সেথায়
জড়ো হয়েছে
মুড়ি মুড়কি খেলনা পুতুল
মিষ্টি  মোয়া খই
নাড়ু সন্দেশ   পাটালি গুড়
মাটির ভাড়ে দৈ।
চুড়ি ফিতে রকমারি
সব দোকানের ভিড়ে
ছেলে মেয়ে ছোট বড়
সবাই আছে ঘিরে।
ঘরে ঘরে পূজা পারবন
পিঠে পুলির ধুম
মেয়েরা তাই ব্যাস্ত কাজে
নাইতো চোখে ঘুম।
নতুন শাড়ী  নতুন চুড়ি
মুখে আলপনা
পায়ে আলতা খোপায় পড়া
বেলী  ফুলের মালা।
ঘুড়ি নিয়ে ছুটছে কিশোর
হাতে নাটাই ধরা
নূপুর  পায়ে কিশোরী টি
করছে তাকে তাড়া
চড়ক গাছে চড়কা ঘোরে
বন্ বন্ বন্ করে
তারি তালে সাধক বাউল
নানান গান ধরে।
শহর বনদোর গ্রামে  গনজে
প্রতি ঘরে ঘরে
নতুন বছর বরন করে
না না আরম্বরে।

No comments: