Thursday, April 13, 2023

শিবপ্রসাদ মন্ডল -- পোড়া চৈত্র

পোড়া চৈত্র।
 শিবপ্রসাদ মণ্ডল।
১১/০৪/২০২৩
"পোড়া চৈত্র" বলুক সবাই, তবুও ঋতু বসন্ত,
এই চৈত্রই বড় মধুর, রূপ আছে এর অনন্ত।

হারিয়ে গেলেও রক্ত পলাশ ,ফুটছে চাঁপা গন্ধরাজ,
তাই না দেখে হাজার ভ্রমর পরছে সবে বিয়ের সাজ।

পুকুরগুলো শুকিয়ে গেলেও মাঝেমাঝেই বৃষ্টি হয়,
বৃষ্টি হলে সবাই খুশি,অশেষ শান্তি এতেই রয়।

কোকিলগুলো কুহু রবে--দিন ও রাতে গান করে,
তাইনা শুনে দোয়েল চাতক, তাদের সুরে সুর ধরে।

পাগলা হাওয়া কেমন যেন,বুকের মাঝে নাও ভাসায়
ছলাৎ ছলাৎ জলের শব্দে,শূন্য হিয়ায় প্রেম জাগায়।

শুকনো ধুলো উড়ছে দেখেও--তবুও মনে হয়না রাগ,
ঐ ধুলো সব বসলে গায়ে-- জন্ম যে নেয় অনুরাগ।

নদীবক্ষে ঢেউগুলো সব,পাড়ের দিকে আসছে ধীরে 
রাখলে দু'পা নদীর জলে--কয়েক বিন্দু পড়ে শিরে।

সব গাছেতেই ধরছে মুকুল, ফুটছে নূতন কিশলয়,
স্বেদবিন্দু জমলে গায়ে, দখিনা হাওয়া--কিসের ভয়!

সন্ধ্যাবেলায় সবাই বসে গল্প করে একমনে,
সুখদুঃখের নানান কথা--ভাগ করে নেয় সবজনে।

তাইতো বলি "পোড়া চৈত্র"--এই কথাটি বড়ই ভুল,
এস চৈত্র বুকের মাঝে, তোমার খোঁপায় দেব ফুল।

No comments: