Saturday, April 1, 2023

রানু বর্মন -- রুদ্ধশ্বাস স্মৃতিচারণ

রুদ্ধশ্বাস স্মৃতিচারণ 
রাণু বর্মণ
তারিখ-৩১/০৩/২৩
আর কিছুটা সময় ——
তোমার স্মৃতির আবরণে ঢাকা মুহূর্ত
 ছুঁয়ে আছে গভীর হৃদয়ের তলদেশ।
 সঞ্চিত প্রেম পুটুলি ভরে 
নৌকা পাড়ি দেবে অজানার ডাকে।
 যেতে যেতে বিক্ষিপ্ত ঢেউয়ের মাঝে 
ডুবে যাবে স্মৃতির সম্ভার ;
উদ্দেশ্যহীন যাত্রা পথে সমুদ্র গর্ভে 
অশ্রু জলে নিমগ্ন হবে দেহ ।
শ্বাস রুদ্ধ বাকরুদ্ধ জলমগ্ন হৃদয় প্রকোষ্ঠ
 কিছুক্ষণ অনুভব করবে সেই রাতের পরশ ।
একান্ত ক্ষণ শরীরের তাপে ঘর্মাক্ত দেহ 
শুষ্ক কণ্ঠে দ্রুতলয়ে হৃদস্পন্দনের 
অবর্ণনীয় অনুভূতি —
তলিয়ে যেতে যেতে আরো একবার রোমন্থন।
 কি অপূর্ব তোমার বুক্ষযুগল
 দীঘল নয়নে ওষ্ঠ চুম্বনে এক পার্থিব সুখ।
তখনও তোমরা শরীরের গন্ধ ভেসে আসছে নাকে,
  ভালোবাসার সঙ্গম তীর্থে
 তুমি দুহাত বাড়িয়ে আছো। 
কেউ তার প্রিয় মানুষকে ফেলে যেতে চায় না
 তবুও যেতে হয় ।
শরীর ক্রমশ নিথর হয়ে আসছে
 মস্তিষ্কের স্মৃতিচারণ ধোঁয়াচ্ছন্ন,
 হৃদস্পন্দনের অনুভূতির দরজা বন্ধ
 জলতলে হারিয়ে গেল সব —
সৃষ্টিতে রয়ে গেলে প্রেমের প্রতি মূর্তি তুমি।

No comments: