Thursday, September 29, 2022

চুপকথার আবেদন

চুপকথার আবেদন


রূপকথারা হারিয়ে গেছে অনেক দিন
এখন শুধুই চুপকথারা আছে মনে ,
সন্ধ্যার গোধূলি বা ভোরের রক্তিম 
চুপকথার অভিসার চলে গোপনে গোপনে ।

চুপকথারাও গল্প সাজায় মনে
অনেক দিনের না বলা কথার বুনন ,
চুপকথারাও কান পেতে কিছু শোনে
চুপ কথারও আছে সবুজ মন ।

চুপকথারাও ভাবতে ভালোবাসে 
চুপকথারাও স্বপ্ন দেখে জেগে ,
চুপকথারও দুচোখ ভিজে ওঠে
তোমার দারুন কঠিন কথার বেগে।

যতই তুমি বাঁধো কঠিন কথায় 
চুপকথাদের মুখটি চেপে ধরো ,
ততই জেনো বাষ্প ওঠে জমে
চুপকথারা কাঁপে থরোথরো।

চুপকথা কি তোমার আমার মনে
আনে না কোনো নতুন প্রাণের ঢেউ , 
আমার মনে আছে যে চুপকথা
আমিই জানি, জানে না আর কেউ।

তোমার মনে ডুব দিয়েছো কখনো
খোঁজ নিয়েছো নতুন চুপকথার ,
না বলা কথাটা বলেই ফেলো আমায়
দেখবে নতুন জন্ম হবে রূপকথার ।

No comments: