পাহাড়িয়া প্রে
কুয়াশামাখা উৎসুক চোখে গভীর আবেদন ,
অনাস্বাদিত অধর-রস-সুধা ,
সবই তোমার অপেক্ষায় ---
এসো , বাস্তবের কাঠিন্য ভেদ করে --
শিশিরে হাত ভিজিয়ে নিই --
হিমের শীতল পরশে সিক্ত হৃদয়
পুনরায় করি অর্পণ -- " যদিদং হৃদয়ং তব ...."
হাতে হাত রাখো -- আসবে অকাল বসন্ত ,
চোখে চোখ রাখো -- কোকিল গাইবে সুরে ,
মনে মন রাখো -- হাজার সমুদ্রের উচ্ছ্বাস বাজবে বুকে ,
কঠিন পাহাড়ের বুকেও ফুল ফোটে ,
সবুজের সুবাস ভাসে বাতাসে ,
মাথা তুলে দাঁড়ায় যে ঋজু পাইন ,
বহুকাল --- বহুদূর থেকে ডাকে ।
অজস্র ঝিঁঝিঁর সমাবেশ --
পাহাড়িয়া ভেজা ভেজা পথ --
অপেক্ষায় -- অপেক্ষায় তোমার --
ওপারে সূর্যোদয় -- এপারে গভীর গিরিখাত
কি মায়াময় ভোর -- সকলই তোমার
ঝরণার কলতানে হৃদয়ের সুর ,
চোখে মুখে আদরের ছোঁয়া ,
ঠিক যেন মায়াময় ষোড়শী কন্যা ,
ঠিক যেন অর্ধস্ফুটিত উদ্ভিন্ন যৌবনা
বাঁক পেরিয়ে এসো নতুন বাঁকে ,
বাঁকে হারাক মন --
সাথে আছে একমুঠো পাহাড়ী রোদ্দুর ,
রডোড্রেনড্রনের নরম মায়া কিংবা গোলাপী চেরীর আবেশ ,
আর থাক স্পর্শিল প্রেম জাগানিয়া ভোর ,
আমরণ প্রাণ জাগানিয়া ভোর ।
No comments:
Post a Comment