Wednesday, September 28, 2022

হে মোর প্রিয়

যাকে পৃথিবী ভাবি , সে ই দূরে চলে যায়
যাকে মরণ ভাবি , সে ই এসে পাশে দাঁড়ায় 

তোমাকে প্রশ্ন করি ভোরের কামিনী ---
তোমার শুভ্রতা এত ক্ষণস্থায়ী ---
তোমারও তো একটাই হৃদয় , তাই
ভোরের ছোঁয়ায় তুমি হয়ে পর ম্রিয়মান 
যে আলতো ছোঁয়া প্রেম জাগানিয়া ,
ভোরের স্নিগ্ধতার মত , নরম আলোয় ,
তীক্ষ্ণ শেল হানে বুকে , আঘাতে আঘাত করে ,
আমি নিষ্পলক চেয়ে থাকি তোমার দিকে

অবাক পৃথিবী আমার , ‌‌‌‌‌‌বারে বারে চোখ রাঙাও,
তবুও বেনেবৌ ' বৌ কথা কও ' বলে ডাকে ,
ভুলে যাই তোমার স্বাধীনতা , ভুলে যাই তোমার পরার্থপ্রিয়তা , ভুলে যাই তোমার ক্ষমতা ,
আমি একা পড়ে থাকি শুস্ক মৃতবৎ ।

যে কথা যায় না বলা কাকেও ,
আমার পৃথিবী ভুলে গেছে তাকেও ,
যে প্রেম মালা চায় সতেজ , রঙীন ,
তার ভাষা কেঁদে মরে অন্ধকার বাঁকে ।

তুমি তো ছিলে প্রিয় প্রেরণা আমার ,
তুমি তো ছিলে আমার সুখ জাগানিয়া ,
তুমি তো এনেছিলে ভোরের শিশির ,
আজ শুধু এক বুক ব্যথার পাহাড় ।

আবার হারিয়ে যাই অসীম অন্ধকারে ,
কান পেতে শুনি শুধু মরণের ডাক ,
এসেছে আবার আমার ঘুম পাড়ানিয়া পাখি , 
থাক তবে , হাসিটুকু শুধু তোমার থাক।
আমার তো আছে প্রিয় ব্যথার সাগর ,
কান্নার বাষ্প জমা আমার আকাশ ,
এক সমুদ্র অনেক ঘেউ তোমায় দিলাম , 
আর বালুকাবেলায় দিলাম মুক্তির শিহরণ ।



No comments: