Thursday, September 15, 2022

একলা জীবন


বয়ে চলা নদী , স্তব্ধ হয় যদি
হঠাৎ কোনো বাঁকে ,
ক্লান্তিবিহীন ,  তবু নিশিদিন
জীবন আমায় ডাকে।

উদাসীন মন , ভাবে অনুক্ষণ
এ কেমন হাতছানি,
যত ছাড়ি তারে, কিছুতে না ছাড়ে
বেঁধে রাখে হাতখানি ।

আকাশের কাছে , ঢের প্রমাণ আছে
কত প্রেম , কত অনুরাগে ,
ছিলে পাশেপাশে , নানান আবেশে
কত ফুল নিয়ে ফুলবাগে ।

দায় নিয়ে হায় , বেলা বয়ে যায়
এখন বসে শুধু ভাবি ,
দিনের আলো , সত্যি নিভে গেল
হারালো সুখের চাবি !

ভাবনারা বলে , সাথে সাথে চলে
সবই কি তবে ভুল ,
জীবন হারায় , আঁধার ঘনায়
ভেঙেছে নদীর কূল ।

সব বাধা ভয় , নিয়ে পরাজয়
একলা হলাম তবে ,
তার যত আশা , কোরো না নিরাশা
প্রার্থনা এই রবে ।

No comments: