খোকনের বায়না
খোকন সোনা রাগ করেছে
ভাত খাবেনা রাতে,
মাছটা দেয়না , মাংস তো না ,
শুধু আলু ভাতে ।
পাশের বাড়ির হেঁসেল থেকে
সুবাস আসে কত ---
জিভেতে তার জল এসে যায় ,
নাকে আসে যত ।
মাছ বা মাংস কিনতে গেলে
লাগে অনেক টাকা ,
খোকন সোনা জানেনা তার
বাবার পকেট ফাঁকা ।
কাজ গিয়েছে -- ছ'মাস হল
দেনার পাল্লা ভারি ,
ইলিশ খাওয়া মুখের কথা ,
আমরা কি তা পারি ?
বাছা আমার , লক্ষ্মী সোনা
মানিক আমার ওরে ---
সাত রাজার ধন , মানিক তোকে
রাখবো বুকে করে ।
আর ক'টা দিন সবুর কর না
ইলিশ দেবো পাতে ,
আঁধার রাতটা কাটবে ঠিকই
সূর্য উঠবে প্রাতে ।
No comments:
Post a Comment