Thursday, September 29, 2022

চুপকথার আবেদন

চুপকথার আবেদন


রূপকথারা হারিয়ে গেছে অনেক দিন
এখন শুধুই চুপকথারা আছে মনে ,
সন্ধ্যার গোধূলি বা ভোরের রক্তিম 
চুপকথার অভিসার চলে গোপনে গোপনে ।

চুপকথারাও গল্প সাজায় মনে
অনেক দিনের না বলা কথার বুনন ,
চুপকথারাও কান পেতে কিছু শোনে
চুপ কথারও আছে সবুজ মন ।

চুপকথারাও ভাবতে ভালোবাসে 
চুপকথারাও স্বপ্ন দেখে জেগে ,
চুপকথারও দুচোখ ভিজে ওঠে
তোমার দারুন কঠিন কথার বেগে।

যতই তুমি বাঁধো কঠিন কথায় 
চুপকথাদের মুখটি চেপে ধরো ,
ততই জেনো বাষ্প ওঠে জমে
চুপকথারা কাঁপে থরোথরো।

চুপকথা কি তোমার আমার মনে
আনে না কোনো নতুন প্রাণের ঢেউ , 
আমার মনে আছে যে চুপকথা
আমিই জানি, জানে না আর কেউ।

তোমার মনে ডুব দিয়েছো কখনো
খোঁজ নিয়েছো নতুন চুপকথার ,
না বলা কথাটা বলেই ফেলো আমায়
দেখবে নতুন জন্ম হবে রূপকথার ।

Wednesday, September 28, 2022

হে মোর প্রিয়

যাকে পৃথিবী ভাবি , সে ই দূরে চলে যায়
যাকে মরণ ভাবি , সে ই এসে পাশে দাঁড়ায় 

তোমাকে প্রশ্ন করি ভোরের কামিনী ---
তোমার শুভ্রতা এত ক্ষণস্থায়ী ---
তোমারও তো একটাই হৃদয় , তাই
ভোরের ছোঁয়ায় তুমি হয়ে পর ম্রিয়মান 
যে আলতো ছোঁয়া প্রেম জাগানিয়া ,
ভোরের স্নিগ্ধতার মত , নরম আলোয় ,
তীক্ষ্ণ শেল হানে বুকে , আঘাতে আঘাত করে ,
আমি নিষ্পলক চেয়ে থাকি তোমার দিকে

অবাক পৃথিবী আমার , ‌‌‌‌‌‌বারে বারে চোখ রাঙাও,
তবুও বেনেবৌ ' বৌ কথা কও ' বলে ডাকে ,
ভুলে যাই তোমার স্বাধীনতা , ভুলে যাই তোমার পরার্থপ্রিয়তা , ভুলে যাই তোমার ক্ষমতা ,
আমি একা পড়ে থাকি শুস্ক মৃতবৎ ।

যে কথা যায় না বলা কাকেও ,
আমার পৃথিবী ভুলে গেছে তাকেও ,
যে প্রেম মালা চায় সতেজ , রঙীন ,
তার ভাষা কেঁদে মরে অন্ধকার বাঁকে ।

তুমি তো ছিলে প্রিয় প্রেরণা আমার ,
তুমি তো ছিলে আমার সুখ জাগানিয়া ,
তুমি তো এনেছিলে ভোরের শিশির ,
আজ শুধু এক বুক ব্যথার পাহাড় ।

আবার হারিয়ে যাই অসীম অন্ধকারে ,
কান পেতে শুনি শুধু মরণের ডাক ,
এসেছে আবার আমার ঘুম পাড়ানিয়া পাখি , 
থাক তবে , হাসিটুকু শুধু তোমার থাক।
আমার তো আছে প্রিয় ব্যথার সাগর ,
কান্নার বাষ্প জমা আমার আকাশ ,
এক সমুদ্র অনেক ঘেউ তোমায় দিলাম , 
আর বালুকাবেলায় দিলাম মুক্তির শিহরণ ।



Thursday, September 15, 2022

একলা জীবন


বয়ে চলা নদী , স্তব্ধ হয় যদি
হঠাৎ কোনো বাঁকে ,
ক্লান্তিবিহীন ,  তবু নিশিদিন
জীবন আমায় ডাকে।

উদাসীন মন , ভাবে অনুক্ষণ
এ কেমন হাতছানি,
যত ছাড়ি তারে, কিছুতে না ছাড়ে
বেঁধে রাখে হাতখানি ।

আকাশের কাছে , ঢের প্রমাণ আছে
কত প্রেম , কত অনুরাগে ,
ছিলে পাশেপাশে , নানান আবেশে
কত ফুল নিয়ে ফুলবাগে ।

দায় নিয়ে হায় , বেলা বয়ে যায়
এখন বসে শুধু ভাবি ,
দিনের আলো , সত্যি নিভে গেল
হারালো সুখের চাবি !

ভাবনারা বলে , সাথে সাথে চলে
সবই কি তবে ভুল ,
জীবন হারায় , আঁধার ঘনায়
ভেঙেছে নদীর কূল ।

সব বাধা ভয় , নিয়ে পরাজয়
একলা হলাম তবে ,
তার যত আশা , কোরো না নিরাশা
প্রার্থনা এই রবে ।

Monday, September 12, 2022

খোকনের বায়না

খোকনের বায়না



খোকন সোনা রাগ করেছে
ভাত খাবেনা রাতে,
মাছটা দেয়না , মাংস তো না ,
শুধু আলু ভাতে ।

পাশের বাড়ির হেঁসেল থেকে
সুবাস আসে কত ---
জিভেতে তার জল এসে যায় ,
নাকে আসে যত ।

মাছ বা মাংস কিনতে গেলে
লাগে অনেক টাকা ,
খোকন সোনা জানেনা তার
বাবার পকেট ফাঁকা ।

কাজ গিয়েছে -- ছ'মাস হল
দেনার পাল্লা ভারি ,
ইলিশ খাওয়া মুখের কথা ,
আমরা কি তা পারি ?

বাছা আমার , লক্ষ্মী সোনা
মানিক আমার ওরে ---
সাত রাজার ধন , মানিক তোকে
রাখবো বুকে করে ।

আর ক'টা দিন সবুর কর না
ইলিশ দেবো পাতে ,
আঁধার রাতটা কাটবে ঠিকই
সূর্য উঠবে প্রাতে ।