Wednesday, October 6, 2021

মন কলমে = অঞ্জন চক্রবর্তী

মন 
অঞ্জন চক্রবর্তী 
===========


মনের আমি না
আমার মন
ভেবে ভেবে
মরে সারাক্ষণ
কোথায় পাবে সে
তার আপনজন
নিজের মনের মতন l
সে তো লুকিয়ে বেড়ায়
কোথায় পালায়
যায় না তাকে ধরা
হন্যে হয়ে খুঁজি তারে
আমি ছন্নছাড়া
মন আমার পাখির মত
মেলে দিয়ে ডানা
উড়ে বেড়ায় ঘুরে বেড়ায়
নেই কোন সীমানা l
মন আমার ঘুরে বেড়ায়
খুঁজে বেড়ায়
একটা মনের আশায়
যার সাথে মনের
দুটো কথা বলা যায়
খুঁজে যদিও বা পাওয়া
গেল এক মনের ঠিকানা
সে তো আমার মনের
কথাই বোঝে না l
মন তাই বড় শ্রান্ত
বড় ক্লান্ত
হয়ে নিরুপায়
আপনমনে বসে
শুধু গুমরায় l

No comments: