বাসনার পদাবলি
মোহাম্মদ ইলইয়াছ
--------------------------
তুমি আদুল গায়ের কোন রূপকুমারী নও,নও একালের ঐশ্বরিয়া
তুমি সাতসাগরের ওপার থেকে ভেসে আসা মর্মর ভেনাস
তিনশ বছর আগে পাল খাটানো জাহাজে এসেছিলে কলকাতায়
তখন ছিলে আড়ালে-আবড়ালে শ্বেতপাথরের ভাস্কর্য এক কন্যে।
তোমাকে গড়েনি মাইকেল এ্যাঞ্জেলা কিংবা আমাদের যোগেন-বিজন
খিদিরপুরের ডকে নেমে ভারতমাতার চরণ ছুঁইয়েছিলে ভেনাস
তারপর সরাসরি ঢুকে গেলে রাসমনির ঘরে, ঠাকুর পরিবারের অন্দরে
মল্লিক পরিবারের অন্তঃপুরে। নিন্দুকেরা বললো-শিল্পের নামে ভন্ডামি।
তুমি নও গোলাপ সুন্দরী-আমাদের গোয়ালন্দের আফ্রেদিতি
কিংবা রবীন্দ্রনাথের উর্বশী,হেমেনের-জলরঙের সিক্তবসনা
কালিঘাটের পটের বিবিরা তোমার সন্দর্শনে লুকিয়েছিলো একদা
তুমি আজো সাইপ্রাস ও গ্রিক নিদর্শনের পাশ্চাত্য কন্যে।
বত্তিচেল্লির বার্থ অব নেশান আর দ্যা ভিঞ্চির মোনালিশা
তোমার গল্প শুনে বন্দি ছিলো লজ্জায়-শরমে এবং হারার ভয়ে
তোমাকে নিয়ে লেখেনি কবিগুরু, নজরুল, জসীম, শা-রাহমান
আমি এক পান্থ কবি তোমার দেহে ছড়িয়ে দিলাম বাসনার পদাবলি।
-
No comments:
Post a Comment