Wednesday, October 6, 2021

অভিজ্ঞতার পাঠশালায় নীরদ দত্ত


        অভিজ্ঞতার পাঠশালায়
                               নীরদ দত্ত
--------------------------------


যে শিশু চায়ের দোকানে
মনিবের চাবুক খেতে খেতে বড় হলো,
যে শিশু স্নেহ-ভালোবাসার মরুভূমিতে
কামারশালার দগ্ধ হাপরের মতো
দীর্ঘশ্বাস ফেলতে ফেলতে আর
অভিজ্ঞতার পাঠশালায় বঞ্চনার অক্ষরে
সাজানো "বর্ণপরিচয়" পড়তে পড়তে বড় হলো
আজ সে সমাজ চেতনায় দার্শনিক ৷
হয়তো তার সরকারি কোনো শংসাপত্র নেই
নেই তথাকথিত বিদ্বজ্জনদের মতো
আত্মকেন্দ্রিক জীবনের আকাশচুম্বী উচ্চাকাঙ্ক্ষা,
সে জানে না তার নিজস্বতাকে
নিলামের দাঁড়িপাল্লায় চাপিয়ে
গিরগিটির মতো রঙ বদলাতে,
তাইতো সে আজও রবির রুদ্র দহনে
নগ্ন পায়ে খাদ্যের মিছিলে হাঁটে পথ,
উন্নত শিরে বজ্রমুষ্টিতে
আকাশকে ধরতে চায়
অনুকম্পাকে পদদলিত করে
অভিজ্ঞতার পাঠশালায় পুঞ্জিভূত
সমাজের শোষণ শাসনের নির্মমতাকে ভেঙে
পূবের সূর্যকে আপন করতে চায় ৷
********************************************

No comments: