ইচ্ছে তো হয়
-------------------
মৃত্যুঞ্জয় সরকার
--------------------------
এ ভাবেই একদিন
আমিও শেষ হয়ে যাবো
পরে থাকবে আমার না বলা কিছু কথা
তুচ্ছ স্মৃতি, যন্ত্রণা,ক্ষুব্ধ মনের প্রতিবাদী আগুন হল্কা।
আমি ব্যর্থ হয়েছি বারবার
তুমিও সহ্য করেছো তীব্র দহন
ইস্তেহারে জং ধরে গেছে,তবু ক্যানভাস কথা বলে
পুড়ে পুড়ে হয়ে গেছি ক্রান্তিবীর,কঠিন উপন্যাস।
ঝর্ণা হতে চেয়ে হয়েছি খরস্রোতা নদী
সুবিচার চেয়ে কলঙ্ক মেখেছি গায়ে,
তবু হাল ছাড়িনি বুনে গেছি জীবনের বীজ
ব্যথিত জীবনের ধূসর পাণ্ডুলিপি,দীপ্ত কলরব।
আত্ম সুখে উপেক্ষিতা তুমি যুগিয়েছো প্রেরণা
বিরহ সয়েছো দিয়েছো তেজোদীপ্ত জীবন আমার,
প্রিয়তমা, এ আমার অঙ্গীকার
যেতে যেতে রেখে যাবো যুদ্ধ বিজয়ী প্রাণ।
নতুন সূর্যকণা গড়ে দিবে মন
দিবে নতুন সাম্যনীতি বিশুদ্ধ জীবন দর্শন,
তুমি ও নবপত্র এঁকে জগৎ জননী হবে
দিয়ে যাবে স্নেহ প্রেম প্রীতি নির্ভরতা অঙ্কুরিত প্রাণ।
No comments:
Post a Comment