Sunday, August 8, 2021

শ্যামল মিশ্র

গ্রামছবি
--------------
শ্যামল কুমার মিশ্র
------------------------------


বাতায়ন পাশে বসে থাকে খোকন
সকালের নরম রোদ্দুর এসে কত ছবি আঁকে
দূরে শিমূলের পাতার ফাঁকে বসে থাকে ভোরের দোয়েল
শিস্ দিয়ে উড়ে যায় দূরে বহুদূরে...

খোকনের মনে পড়ে ছায়া ঘেরা সেই গ্রাম
ছাইয়ের গাদার পাশ দিয়ে এঁকে এঁকে চলে গেছে পথ
যে পথে গ্রামের মেয়েরা বিকেলে চাপাকলে জল আনতে যায়
রহিম চাচা লাঙ্গল কাঁধে চাষ দিয়ে ফেরে
আদুল গায়ের ছেলের দল মার্বেল পকেটে নিয়ে চলে খোলা মাঠে
কখনো ব্যাটে বলে জোর লড়াই পূব পাড়া পশ্চিম পাড়ার সাথে

সাঁঝবেলা হ্যারিকেন নিয়ে পড়তে চলে কোন এক বালক
দুরু দুরু বুক তার ভয়ে কেঁপে মরে 
অভয় বাণীর মতো ঝরে পড়ে রাণু পিসির কণ্ঠস্বর---'কে যায়? অংশুর পোলা? ভয় নাই খোকা। আমিতো আছি'?

খোকনের ভয় কাটে, ভেবে নেয় 
ঐ দূরে জেগে রয় দুটো চোখ... 
এগিয়ে চলে ঝিঁঝিঁ ডাকা পথে 
ঐ পথে জীবনের প্রথম প্রভাতে দেখা হয় তোমা সনে 
তারপর অনেকটা সময় কেটে গেছে 
পথটা সরে গেছে দূরে অনেক দূরে 
পথের কোন এক বাঁকে তুমি যেন কবে হারিয়ে গেলে...

অপরাহ্ণের শেষবেলায় আজ সব স্বপ্ন মনে হয় 
জলছবি গ্রামগুলো আজ হারিয়ে গেছে 
হারিয়ে গেছে রহিম চাচা রাণু পিসিরা 
বোষ্টমী পিসি আজ আর 'রাই জাগো বলে' সুর তোলে না 
তমিস্রার এক আঁধার আজ গ্রামের কোল জুড়ে  
প্রযুক্তির আলোয় হারিয়ে গেছে সেইসব গ্রামছবি ভালোবাসার অন্তহীন প্রবাহ...

বাতায়ন পাশে বসে ভেবে চলে খোকন 
ক্যাঁচক্যাঁচ শব্দ তোলা কলসি ভরা গরুর গাড়ি চলেছে ধীরে ধীরে 
খোকন দৌড়চ্ছে..অন্তহীন সে দৌড় 
ধীরে ধীরে মুছে যাচ্ছে সব মুখ, সব ছবি 
ক্লান্ত অবসন্ন খোকন আজও খুঁজে ফেরে 
ছায়া ছায়া সেই গ্রাম, ফেলে আসা মায়ের কোল 
শৈশব কৈশোরের হারানো দিনগুলি... 
হারিয়ে যায় সময়ের অতলান্ত গভীরে...

No comments: