Sunday, August 8, 2021

কৃত্তিবাস

কল্পনায় চেনা
--------------------
কৃত্তিবাস ওঝা
-----------------------


নদীর বুকটা অন্ধকার
চোখের উঠানে অসংখ্য তারার মাঝে 
একটা শুকতারার ধ্রুপদী অবস্থান
অসীম আকাশের নিস্তব্ধতার কোলাহলে
সব অচেনার মাঝে একটাই চেনা,
পাথরের শুষ্কতা ভাঙে
জলের মৃদু শব্দ,-- ছলাৎ ছলাৎ।

ভাঙা কপালে কে যেন হাত বুলিয়ে দেয়
বিলি কাটে চুলে
নদীর ওপার থেকো 
জোনাকির টিপ টিপ আলো
কথা বলে ইশারায়,
কল্পনার মোনালিসা স্পর্শ চিৎকার
মাঝ দরিয়ায় নৌকা চালায়।

বন্ধ ঘরের ঝুল বারান্দায়
রঙিন পোষাক শুকায়
খালি পেটে বড় বড় হাই তোলে
রাত ঘুমের দিনেরবেলায়।
ঘ্রাণ বাঁশিতে প্রাণের খাতায়
হৃদ-হারমোনিয়ামে গান শোনায়।

No comments: