Sunday, August 8, 2021

সজল মন্ডল

বিকেল থেকে রাত্রি
—————————
সজল মন্ডল
——————

থমকে থমকে দাঁড়ায়
এক আলগোছা বাতাস
অনুভবে আনে গাছের পাতা
তার এলোচুলে দিয়ে গেলো দোলা
পেলাম আমি সামান্য আভাস৷

সে সব বিকেল বেলার কথা
নদীর ধারে হিজল গাছের ছায়ায়
কাঠঠোকরা ঠুক ঠুক কাঠ কাটে
শব্দ ছুঁয়ে বিকেল বেলার রোদ
কৃপণ নদী বালিতে জল মাখায়৷

তখন সূর্য ডুবু ডুবু ভাব
নিচের আকাশ রং মেখেছে লাল
পাখিদের ঘরে ফেরার তাড়া
শাঁখের শব্দে পাড়া মাতোয়ারা
কি কারনে তার লাল দুটি গাল!

থমকে গেছে হেঁটে যাওয়ার পথ
সন্ধ্যে নামলো ,পাড়া শুনশান
শব্দ ভাসায়  নদীর কলতান
জোনাকিরা আলো বিছায় পাতার ফাঁকে ফাঁকে
তাদের দেখে ঝিঁ ঝিঁরা  গায় গান৷

যত তারা হেমন্তের মাঠে
রাত্রি হলেই নিশি যাপনে আসে
ধানফুলেরা আমোদে ডগমগ
আমি দেখি তাদের দুচোখ ভরে
 তাদের নিঃশ্বাস জমে রাত্রির বাতাসে৷
———————————*——————

No comments: