Sunday, August 8, 2021

তুষার কান্তি হীরা

প্রতিবেশী
---------------
তুষার কান্তি হীরা
---------------------------


প্রতিবেশী বড়ো আপন
যদিও হয় পর,
বসত করি মিলে মিশে
পাশাপাশি ঘর।

অন্যের বিপদ নিজের বিপদ
মনে করি তাই,
উদ্ধার করতে মিলে সাথে
সবাই ছুটে যাই।

ঝগড়া-বিবাদ করি আবার
ভুলি সকল রাগ,
দুঃখ-খুশি সবটা করি
সমান সমান ভাগ।

পরামর্শ করে চলি
যেন আপন ভাই,
দুঃখসুখের মাঝে মোরা
খুশি আছি তাই।

জগৎ মাঝে হবো বড়ো
এটা সবার আশ,
সারা জীবন মিলে মিশে
করবো মোরা বাস।

No comments: