সন্ধ্যার মেঘমালা
আমার দুঃখগুলো ঢেকে রেখো রাতের আকাশ
হাসিটাকে ছড়িয়ে দিও উদাসী বাতাস
স্বপ্নগুলোর আঁকিবুকি ,
হাজার তারার ঝিকিমিকি
মনের ঘরে সিধ কেটে যাক সোনালী আভাস।
দাঁড়িয়ে আছি আপন মনে রূদ্ধ ঘরের কোনে
অলস সময়, হতাশ জীবন , উদাস , শূণ্য মনে ।
যেদিকে তাকাই অসহায় মুখ ,
অজানা আশঙ্কায় দুরুদুরু বুক
এক আকাশ ভাবনা জাগে রাতের সঙ্গোপনে ।
আমার গোপন কান্না যত বালিশ ভেজায় ,
নোনাজলের ঢেউ তুলে যায় শিরায় শিরায়
হঠাৎ আসা ঘূর্ণিঝড়ে
বুকের তটে ঝাপটা মারে
এক পৃথিবী হাহাকারে মনকে কাঁদায় ।
কাঁদায় -- শুধু কাঁদায় , আমায় ব্যস্ত করে
ওঠায় - নামায়, হাসায় - কাঁদায় , খেলা করে
সম্মোহনী মায়ার বশে ,
জীবনজুড়ে রঙ্গে রসে
দোদুল দোলায় , আপন ভেলায় মগ্ন করে ।
জীবন যখন পূর্ণ আমার হতাশ্বাসে ,
কানায় কানায় পূর্ণ কলস , নিয়তি হাসে
এত বড় নিষ্ঠুরতা ,
শুধুই কালো , মেদুরতা ,
দিন -রাতের বিবাদ আমার চোখে ভাসে।
No comments:
Post a Comment