Sunday, June 6, 2021

চলবো প্রকৃতির পথে

চলবো প্রকৄতির পথে
সঞ্জয় বৈরাগ্য

আলো ছিল হাওয়া ছিল, ছিল অঝোর ধারায় বৄষ্টি
মাটি ছিল বীজ ছিল, হল অপত্য প্রাণ সৄষ্টি।
অরণ্যানী ও সবুজত্ব ছিল, ছিল নির্ভয়তা অতি
ছিল শান্ত নদী, নীল আকাশ আর সুন্দর এক প্রকৄতি।
এবার, অনন্য এ ধরণীতে এল মানব জাতি, এল প্রাণ শত শত
নিয়ে সাথে যত আবিলতা ও জটিলতা, পৄথ্বীকে করলো পদানত।
এলো যন্ত্র, কারখানা-কল, হল যান্ত্রিকতার জয়
নিয়ে এলো ধ্বংস, আধুনিক কংস --- শুরু হল পরিবেশের ক্ষয়।
সইল না আর পৄথিবী, এল দুঃসময়
বিবর্ণ হল আকাশ, কুঞ্চিত ফুল, হল বন্ধ পাখির কলরব
তবে এখনও আছে সময়, হবে মানবজাতির জয়।
আজ বিশ্ব পরিবেশ দিবসে নিই শপথ, 'চলবো প্রকৄতির পথে'
দূষণ-দৈত্যের কবল থেকে বাঁচিয়ে পৄথিবীকে, একদিন ওড়াবো ঠিকই বিজয় নিশান, জীবনেরই রথে।



2 comments:

Unknown said...

দারুন.! ❤❤

Unknown said...

খুব ভালো হযেছে Sir.


আমি :- বিভাস